কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ

কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ

হরতালের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়া বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। দু’দফা আল্টিমেটাম শেষে দুপুর ১২টার দিকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

আজ রবিবার বিএনপির ডাকা হরতাল কর্মসূচি উপলক্ষ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতা-কর্মীরা। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করছে। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনও।

এ সময় তারা ভোট চোর বলে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।

এদিকে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বিএনপি কার্যালয়ের সামনে।

পুলিশ প্রথমে নেতাকর্মীদেরকে সেখান সরে যাওয়ার নির্দেশ দেন। এ নিষেধ অমান্য করে অবস্থান চালিয়ে যেতে থাকলে আধাঘণ্টা সময় বেধে দেয় পুলিশ। এ সময়ের মধ্যেও না চলে যাওয়ায় বেলা ১২টার কিছু সময় আগে ১০ মিনিটে মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর ১২ টার দিকে কার্যালয়ের সামনে থেকে সরে যান বিএনপি নেতাকর্মীরা।