নির্বাচনের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে: ড. কামাল হোসেন

নির্বাচনের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে: ড. কামাল হোসেন

নির্বাচনের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। এছাড়া, কম ভোটে নির্বাচিতদের মেয়র বলতে অস্বীকৃতিও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে নিজ চেম্বারে সংবাদ সম্মেলনে সিটি নির্বাচন নিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সদ্য শেষ হওয়া সিটি নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর যুবসমাজ ও জনগণ অনাস্থা প্রকাশ করেছে।

তিনি আরো বলেন, ‘নির্বাচিত মেয়ররা মাত্র ৫ থেকে ৭ শতাংশ মানুষের রায় পেয়েছেন। বাকি ফলাফল ইভিএমের জাল ভোট। সরকার ভোটারদের ভয় পায় বলেই নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, জনগণ ভোটকেন্দ্রে না যাওয়ার অর্থ তারা মনে করে তাদের ভোটে এই সরকারের পরিবর্তন হবে না। এটি দেশ ও জাতির জন্য অশনিসংকেত বলেও উল্লেখ করেন তিনি।