বিএনপির সমাবেশে কঠোর পুলিশি পাহাড়া

বিএনপির সমাবেশে কঠোর পুলিশি পাহাড়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশ ঘিরে কঠোর পুলিশি পাহাড়া বসানো হয়েছে। কাকরাইল মোড়ে রাস্তার দুই ধারে পুলিশের প্রহড়া দেখা গেছে। তবে সমাবেশে আসা কোনো ব্যক্তিতে কোনো ধরনের বাধা দিচ্ছে না তারা। এ ছাড়া সমাবেশে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে তারা সচেতন রয়েছে।

এ বিষয়ে পুলিশের একাধিক সদস্যকে গণমাধ্যম থেকে জিজ্ঞাসা করা হলে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, ‘সিনিয়র অফিসাররা যেভাবে নির্দেশনা দিবেন, সে ভাবেই নিরাপত্তার জন্য সবাই কাজ করবে।’

এদিকে পুলিশি নিরাপত্তার সঙ্গে বিভিন্ন সাজোয়া যান ও প্রিজনভ্যান সমাবেশস্থলে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে আজ দুপুর ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে বেলা সাড়ে ১১টা থেকে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন। এর আগে সকাল থেকে সমাবেশের মঞ্চ বানানোর কাজ শুরু হয়।