নির্বাচন এখন উৎসব নয়, আতঙ্ক: নজরুল ইসলাম খান

নির্বাচন এখন উৎসব নয়, আতঙ্ক: নজরুল ইসলাম খান

নির্বাচন থেকে বিমুখ হওয়া গণতন্ত্র বিমুখতার নামান্তর, যারা এটি করেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, দেশের চিকিৎসকদের আমরা অযোগ্য বলছি না, তবে একজন নাগরিকের নিজের পছন্দের চিকিৎসকের কাছে সেবা পেতেই পারেন, এক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঞ্চিত রাখা হচ্ছে।

আইনী প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি সরকারের বাধার কারণে সম্ভব হয়নি- এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী দিনে যে প্রক্রিয়ায় সম্ভব সে প্রক্রিয়া ধরে মুক্ত করা হবে বেগম জিয়াকে।

নজরুল ইসলাম খান আরো বলেন, দেশের জনগণের নির্বাচন বিমুখতা বাস্তবতা, কারণ নির্বাচন এখন উৎসব নয়, আতঙ্কের বিষয়।