হঠাৎ উত্তাল নয়াপল্টন

হঠাৎ উত্তাল নয়াপল্টন

সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ছিলো পুলিশের কড়া পাহারা। এরই মধ্যে দু’একজন করে নেতা-কর্মী আসেন। তারা কার্যালয়ে অবস্থান নেন। ধীরে ধীরে নেতা-কর্মীর সংখ্যা বাড়তে থাকে। উদ্দেশ্য পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ। কিন্তু পুলিশ ছিল কঠোর অবস্থানে। সে সময় ৮-১০ নেতা-কর্মী কার্যালয়ের সামনে বসে পড়েন। বেলা ১টা ৫০ মিনিটে প্রথমে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।

এরপর চোখের পলকে শত শত নেতা-কর্মী চতুর্দিক থেকে হাজির হন। তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা স্লোগান দিতে থাকেন ‘জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো।’ বিক্ষোভ জনসমুদ্রে পরিণত হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। বক্তব্য রাখেন হাবিন উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।