‘ভাষা আন্দোলনের মূলনীতি ছিল রাজনৈতিক অধিকার নিশ্চিত করা’

‘ভাষা আন্দোলনের মূলনীতি ছিল রাজনৈতিক অধিকার নিশ্চিত করা’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমাদের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকারের প্রতি সীমাবদ্ধ ছিল না। এটাকে কেন্দ্র করে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের যে মূলমন্ত্র সেটা তৈরি হয়েছে। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি সকল নাগরিকের সকল অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আমরা অনেক দূর এগিয়েছি। আরো এগিয়ে যেতে হবে। এটা সারাবছর মনে রাখতে হবে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

তিনি আরো বলেন, একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সুশাসনের আন্দোলন, দূর্নীতি বিরোধী একই সূত্রে গাথা। বাংলা ভাষা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এটা তরুণ প্রজন্মকে জানাতে হবে।