খালেদা জিয়ার জামিন শুনানি আজ

খালেদা জিয়ার জামিন শুনানি আজ

দুই বছর ধরে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপরে হাইকোর্টে আজ রবিবার শুনানির দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিনের আবেদন করেন খালেদা জিয়া। পরদিন আদালত শুনানির দিন ধার্য করে। ওইদিন আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

হাইকোর্টের কার্যতালিকায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে আগামীকাল জামিন আবেদন ১ নম্বর ক্রমিকে রয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কার্যতালিকা প্রকাশিত হয়।

জামিন পেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১২ ডিসেম্বর এই মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করে আপিল বিভাগ। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ওই আবেদন করা হয়েছিলো। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার বিশেষ জজ আদালত-৫।

ওই বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডসহ জরিমানা করে বিচারিক আদালত। ওই দিন থেকে তিনি কারাগারে। তবে পরে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসনের আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।