মঙ্গলবার খালেদা জিয়ার জামিন চাইবেন আইনজীবীরা

মঙ্গলবার খালেদা জিয়ার জামিন চাইবেন আইনজীবীরা

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত কপি হাতে পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। এখন নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে আপিল করে বেগম খালেদা জিয়ার জামিন চাওয়া হবে।

সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বৃহত্তর ঢাকার নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আইনজীবীরা রায়ের কপি হাতে পেয়েছেন। আগামীকাল মঙ্গলবার সর্বোচ্চ আদালতে জামিন চেয়ে আপিল করা হবে। আইনজীবীরা রায়ের সত্যায়িত কপি পর্যালোচনা করছেন।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক পাঁচ বছর কারাদণ্ড দেন।

সাজা ঘোষণার পর বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

(জাস্ট নিউজ/একে/২২২০ঘ.)