খালেদা জিয়ার আপিল ও জামিন শুনানি আজ

খালেদা জিয়ার আপিল ও জামিন শুনানি আজ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া পাঁচ বছরের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে কি না, তার শুনানির অপেক্ষায় আইনজীবীরা।

দুর্নীতি দমন কমিশনের মামলা বিচারের জন্য নির্ধারিত দুই বেঞ্চের একটিতে এই শুনানি হবে। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি শুনানির জন্য নির্ধারণ করা হয় মঙ্গলবার আবেদন করার দিনই।

বেগম খালেদা জিয়ার আবেদনটি গ্রহণ করা হলে তার জামিনের আবেদনও করা হবে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, এই শুনানি আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, আপিল গ্রহণ না করা এবং জামিন আবেদন ফিরিয়ে দেয়ার মতো কোনো কারণ দেখছেন না তারা।

বেগম খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দীন খোকন বলেন, ‘রায়ের বিরুদ্ধে আপিলের গ্রহণযোগ্যতার উপর শুনানি হবে। এছাড়া ম্যাডামের (বেগম খালেদা জিয়া) জামিন আবেদনের উপরও শুনানি হবে।’

(জাস্ট নিউজ/জেআর/১০১০ঘ.)