৩ হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ, করোনায় গণতন্ত্রী পার্টির না’গঞ্জ সভাপতির মৃত্যু

৩ হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ, করোনায় গণতন্ত্রী পার্টির না’গঞ্জ সভাপতির মৃত্যু

তিন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত নিজ বাসায় মারা গেলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীকদল গণতন্ত্রী পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী মাহতাব উদ্দিন (৭২)।

সোমবার (৪ মে) সকাল ৬টার দিকে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফতুল্লার পঞ্চবটি গুলশান রোডের নিজ বাসায় তিনি মারা যান।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন মুকুল।

পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি জানান, কয়েকদিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।ফুসফুসজনিত রোগেও ভুগছিলেন। পরশুদিন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে ভর্তি রাখা হয়নি। পরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অক্সিজেন দেওয়া হয় কিন্তু ভর্তি না রেখে সাজেদা হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। সাজেদায় নিয়ে গেলে সেখানেও ভর্তি রাখা হয়নি। পরে তাকে বাড়িতে আনা হয়।

মকবুল হোসেন বলেন, আমাদের পরিচিত এক চিকিৎসকের পরামর্শে ফুসফুস ও করোনা পরীক্ষা করানো হয় ৷ কিন্তু করোনার রিপোর্ট এখনও পাইনি।

এদিকে আজ (সোমবার) সকালে নিজ বাড়িতেই মারা গেছেন তিনি।