‘মহামারির সময়ও আ’লীগ গরিবের চাল চুরি করছে’

‘মহামারির সময়ও আ’লীগ গরিবের চাল চুরি করছে’

ইমারত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

করোনাভাইরাস মহামারির এই সংকটেও আওয়ামী লীগ নেতারা গরিবের চাল চুরি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

রবিবার বেলা ১২টায় বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যলয়ের সামনে দুস্থ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণকালে বিএনপি নেতা এ কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালেও আওয়ামী লীগ সরকার বিএনপিকে সহ্য করতে পারছেন না। তারা এই মহামারির সময়ও গরিবের চাল চুরি করতে দ্বিধা করছেন না। দেশের যেদিকে তাকাবেন সেদিকে শুধু চাল চোর আর চাল চোর। ’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও সরকার করোনা মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেয়নি। কারণ তারা জাতীয় ঐক্য করলে গরিবের চাল নিয়ে ছিনিমিনি করতে পারত না।’

এই নেতা আরো বলেন, ‘বিএনপিসহ বিরোধীদল সরকারের প্রতিহিংসার কারণে বিভিন্ন মামলা মোকাবিলা করার পাশাপাশি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।’

আজ বরিশাল জেলা ও মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিকদের মাঝে মজিবর রহমানের সরোয়ারের নিজস্ব অর্থায়নে চাল, তেল ও আলু বিতরণ করা হয়।

ত্রান বিতরণকালে কেন্দ্রীয় শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক এমজি ফারুক, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ খান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি আ. রব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও মহানগর ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।