বিএনপির ৭০ নেতাকর্মীর আগাম জামিন

বিএনপির ৭০ নেতাকর্মীর আগাম জামিন

ঢাকা, ৫ মার্চ (জাস্ট নিউজ) : বিভিন্ন মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ প্রায় ৭০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ তাদের এ জামিন মঞ্জুর করেন।

জামিন অন্যদের মধ্যে আছেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল হক পিকলু, বিএনপির কেন্দ্রীয় জাতীয় কমিটির নির্বাহী সদস্য ও গফরগাঁওেউপজেলা বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান, গফরগাঁও যুবদলের সভাপতি সরদার খুররম, সেক্রেটারি ইসহাক আহমেদ, পাগলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনসহ বিএনপির ও অঙ্গসংগঠনের প্রায় ৭০ জন নেতাকর্মী।

বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান মইন, অ্যাডভোকেট মাসুদ রানা, মো: রুকনুজ্জামান সুজা, কে আর খান পাঠান সাহের।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। বেগম জিয়া বর্তমানে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ আছেন।

(জাস্ট নিউজ/এমআই/১৫০৫ঘ.)