শিশু পার্কে বাদ দেয়া হচ্ছে শহীদ জিয়ার নাম

শিশু  পার্কে বাদ দেয়া হচ্ছে শহীদ জিয়ার নাম

ঢাকা, ২১ মার্চ (জাস্ট নিউজ) : মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে রাজধানীর শাহবাগে অবস্থিত দেশের প্রথম শিশুপার্কটির নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নাম বদলের সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, শাহবাগের ‘শহীদ জিয়া শিশু পার্ক’টির নাম পরিবর্তন করে শুধু ‘শিশুপার্ক’ করা হয়েছে। এটি এখন কাগজপত্রে ‘শিশুপার্ক’।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা শিশুপার্ককে একটু সরিয়ে সব ধরনের রাইড স্থাপন করব। ওই জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপন করা হবে যাতে শিশু-কিশোররা এসে শিশুপার্কের আনন্দ উপভোগের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে।

উল্লেখ্য, শিশুদের বিনোদনের জন্য ১৯৭৯ সালে দেশের প্রথম এ শিশু পার্কটি স্থাপন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

(জাস্ট নিউজ/একে/২১২৬ঘ.)