সরকারের দায়িত্ব ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া: বিএনপি

সরকারের দায়িত্ব ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া: বিএনপি

বিএনপি'র নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'সরকারের দায়িত্ব হচ্ছে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া। যেসব নেতাকর্মী হারিয়ে গেছেন, তাদের ফিরিয়ে দেওয়া এ সরকারের দায়িত্ব।

বুধবার (১২ মে) দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এই সময় মির্জা ফখরুল বলেন, 'ইলিয়াস আলীর পরিবার জানে না, তাঁর সন্তানেরা বাবার জন্য কী করবে। কবরের পাশে দোয়া করবে নাকি, কূলখানি করবে, তারা তা জানে না।'

'এ কার্যকলাপগুলো আমাদের কাছে খুব অচেনা, অজানা' উল্লেখ করে বিএনপি'র মহাসচিব বলেন, 'যে রাজনৈতিক দলটি গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে দীর্ঘকাল, সেই দলটির হাতেই গত এক যুগ ধরে মানুষ নির্যাতিত হয়ে আসছে।

এই দেশে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করে ফখরুল বলেন, মানুষের চোখের অশ্রু, আত্মত্যাগ কখনও বৃথা যায় না।

ইতোমধ্যে মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'এই সরকারকে জনগণের আন্দোলনের রোষে ক্ষমতা থেকে চলে যেতে হবে।'

বেগম খালেদা জিয়া'র শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপি'র মহাসচিব বলেন, 'তাঁর শারীরিক অবস্থা আগের মতোই আছে, এখন অল্প একটু উন্নতি ঘটেছে।'

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গত তিন বছর ধরে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।

মির্জা ফখরুল করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একইসংগে খালেদা জিয়া ও তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। ইলিয়াস আলীর দুই সন্তান, বিএনপি নেতা কাইয়ূম চৌধুরী এবং চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এই সময় উপস্থিত ছিলেন।