২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

২০ দলীয় জোটের বৈঠক সন্ধ্যায়

ঢাকা, ৬ এপ্রিল (জাস্ট নিউজ) : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে। জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই বৈঠক ডেকেছেন বলে জোট সুত্র জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা দিকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের শরীক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া।

সূত্র জানিয়েছে, আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জোটগত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই বৈঠক আহ্বান করা হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জোটের শরীকদের মধ্যে অসন্তোষ- এই আলোচনায় প্রাধান্য দেওয়া হবে। এর বাইরে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ আরো অনেক বিষয়ে বৈঠকে স্থান পাবে বলে জানা গেছে।

(জাস্ট নিউজ/এমআই/১০২৭ঘ.)