খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের উদ্দেশ্য শুভ নয়

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের উদ্দেশ্য শুভ নয়

ঢাকা, ৭ এপ্রিল (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের উদ্দেশ্য শুভ নয় বলে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে চেয়েছেন। কিন্তু সরকার সেটা করেনি। কিন্তু খালেদা জিয়া কোন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিবেন সে বিষয়ে তার সিদ্ধান্ত নেয়ার কথা ছিল।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বাড়াবাড়িতে হাসপাতালে ধাক্কা-ধাক্কির মতো পরিস্থিতিতে একরকম অপমানজনকভাবে তাকে হাসপাতালে ওঠানো-নামানো হয়েছে।

একজন মানুষ হিসেবে বেগম জিয়ার যে চিকিৎসা পাওয়ার অধিকার সেটাকেও হরণ করতে ক্ষমতা তপস্বী সরকারপ্রধান বিষ দাঁত লুকাতে পারছেন না। নিজেকে সাধু দেখানোর জন্য তিনি বেগম জিয়ার চিকিৎসার নামে নাটক করেছেন। সরকারের উদ্দেশ্য যে অশুভ নয়- এটা আমরা কীভাবে বুঝব।

(জাস্ট নিউজ/এমআই/১৮০৫ঘ.)