কোটা সংস্কার নিয়ে আলোচনা তামাশা: রিজভী আহমেদ

কোটা সংস্কার নিয়ে আলোচনা তামাশা: রিজভী আহমেদ

ঢাকা, ৯ এপ্রিল (জাস্ট নিউজ) : কোটা সংস্কার নিয়ে সরকারের আলোচনা তামাশা ছাড়া কিছু নয় মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনে সরকারের পক্ষ থেকে কোনো কর্ণপাত করা হচ্ছে না। সোমবার যে আলোচনা করল, তাও তামাশা ছাড়া আর কিছু নয়।

রিজভী আহমেদ আরো বলেন, ছাত্রলীগ গুলি, হামলা, ভাঙচুর করেছে, গণমাধ্যমে সেসব খবর বেরিয়েছে, ছবি প্রকাশ হয়েছে তাদের ধরছেন না কেন?

তিনি বলেন, বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকার পরও ভিসির বাসভবনে দু’ঘণ্টাব্যাপী হামলা রহস্যজনক। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভিন্নখাতে নিতেই সরকারি এজেন্টদের দিয়ে ভিসির বাসভবনে হামলা হয়েছে কিনা তা সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।

সরকারের জিডিপি বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ মিথ্যাচার যা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

(জাস্ট নিউজ/এমআই/১৩৩৭ঘ.)