স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল রিমান্ডে

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল রিমান্ডে

ঢাকা, ৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলকে শেরেবাংলা নগর থানার বিস্ফোরক আইনের মামলায় একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মহানগর আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, শেরেবাংলা নগর থানার পুলিশ শনিবার স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

জুয়েলের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, পুলিশের ৭ দিনের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন।

শুক্রবার শেরেবাংলা নগর থানার পুলিশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলকে আটক করে। এরপর তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।

(জাস্ট নিউজ/একে/২৩৩৭ঘ.)