কেন্দ্র নয়, প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণ ঝুঁকিপূর্ণ : তৈমূর

কেন্দ্র নয়, প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণ ঝুঁকিপূর্ণ : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার অভিযোগ করে বলেছেন, ‘আমি কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করি না। কিন্তু, পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণকে ঝুঁকিপূর্ণ মনে করি।’

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার নিজ বাসভবনের মজলুম মিলনায়তনে সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরা চালু রাখার দাবি জানান তৈমূর। তিনি বলেন, ‘আমি গ্রেপ্তার বন্ধ চাই। যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মুক্তি এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই।’

স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর সব ভোটারদের যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

এমজে/