সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের দাফন সম্পন্ন

ঢাকা, ৪ নভেম্বর (জাস্ট নিউজ) : সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে আজ শনিবার সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।এর আগে মরহুম আব্দুর রহমান বিশ্বাসকে শেষ শ্রদ্ধা জানায় বিএনপি।

বেলা ২টা ২০ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কফিন নিয়ে আসা হলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা মরহুমের লাশ প্রথমে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন। এরপর নেতৃবৃন্দ বিনম্র শ্রদ্ধা জানান। বিএনপিসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকেও কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়।

নয়া পল্টনের কার্যালয়ের সামনে সাবেক রাষ্ট্রপতির দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, আবদুল মান্নান, আহমেদ আজম খান, আবদুল হালিম, নুর মোহাম্মদ খান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া,আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবদুল হাই, সিরাজুল হক, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মোস্তফিজুর রহমান বাবলু, মীর সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ইসমাইল হোসেন বেঙ্গল, রফিক শিকদার, ২০ দলীয় জোটের শামীম সাঈদী, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গোলাম মোস্তফা ভুঁইয়া, সাইফুদ্দিন আহমেদ মনিসহ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ঢাকা মহানগরের কাজী আবুল বাশার, মুন্সি বজলুল বাসিত আনজু, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, জাসাসের হেলাল খান, রাজীব আহসান, ছাত্রদলের আকরামুল হাসান, ওলামা দলের হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক প্রমূখ নেতারা ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুর রহমান বিশ্বাসের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, সংসদের স্পিকার ছিলেন। সবশেষে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন সততার সাথে। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সত্যিকার অর্থে একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতার পরিচয় দিয়েছেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আব্দুর রহমান একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তিনি সারাজীবন রাজনীতি করেছেন, রাজনীতির বিভিন্ন অঙ্গনে তার অবদান রয়েছে।

সকালে বিমানযোগে সাবেক রাষ্ট্রপতির কফিন বরিশালে নিয়ে যাওয়া হয়। সেখানে বরিশাল জিলা স্কুল মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

নয়া পল্টনের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এবং বিকেল ৩টায় সংসদ ভবনের উত্তর প্লাজায় এবং বাদ আসর গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা হয়।

সংসদ ভবনে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান সংসদের বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও মরহুমের কফিনে ফুল দেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে পুস্পস্তবক অর্পন করেন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ। বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর পুষ্পস্তবক অর্পন করেন।

জানাজায় বিএনপির মওদুদ আহমদ, হাফিজউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, মো: শাহজাদা মিয়া, শহিদুল হক জামাল, জহিরউদ্দিন স্বপন, মেজবাহ উদ্দিন ফরহাদসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।

শুক্রবার রাতে আব্দুর রহমান বিশ্বাস মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

(জাস্ট নিউজ/ওটি/২০৫৯ঘ.)