সরকার পারলে প্রমাণ করুক: মির্জা আলমগীর

সরকার পারলে প্রমাণ করুক: মির্জা আলমগীর

ঢাকা, ১১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের বিদেশে যেসব সম্পত্তি থাকার কথা উঠেছে সেসবের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে হাই কোর্ট মাজার প্রাঙ্গণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালনকালে তার সঙ্গে ছিলেন- মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি শামসুল হুদা, মোহাম্মদ মোহন প্রমুখ।

মির্জা আলমগীর বলেন, আমরা ওইসব দেশে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো কিছুর কোনো ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির কথা বলা হয়েছে, সেগুলোরও কোনো অস্তিত্ব নেই। জনগণকে বিভ্রান্ত করতে সরকার এ ধরনের মিথ্যাচার করছে। তারা পারলে এটা প্রমাণ করুক।

(জাস্ট নিউজ/ওটি/১৬৪৮ঘ.)