গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান সরকারের ১৯ দফা ইশতেহার

বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান সরকারের ১৯ দফা ইশতেহার

গাজীপুর, ৩ মে (জাস্ট নিউজ) : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাসভবনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

হাসান উদ্দিন সরকার ঘোষিত ১৯ দফা ইশতেহারে দুর্নীতি দূরীকরণ ও স্বচ্ছতা, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে।

বিকেলে বোর্ডবাজার, গাছা বাজার, চান্দরা মাদ্রাসা, মির্জা ইব্রাহীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে পথসভা ও প্রচারণা চালাবেন বিএনপির এ প্রার্থী।

এদিকে, সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রচারণা শুরু করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

নির্বাচিত হলে গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওয়াদা করে পথসভায় উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন জাহাঙ্গীর আলম। পরে তিনি টঙ্গী এলাকার ৪৫, ৪৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাবেন।

(জাস্ট নিউজ/এমআই/১২২৬ঘ.)