আবারও জঙ্গি নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব

আবারও জঙ্গি নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে সরকার: বিএনপি মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে আবারও জঙ্গি নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে সরকার। বাধা দিয়ে রাজধানীতে ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করা যাবে না, যথাস্থানে সমাবেশ হবে।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে বাধা দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফখরুল ইসলাম বলেন, ঢাকায় ১০ ডিসেম্বরের মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিচ্ছে সরকার। ঢাকায় নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে সরকার। জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠছে, ভয় দেখিয়ে জনগণের মুক্তির আন্দোলনের পথ বাধাগ্রস্ত করতে পারবে না সরকার।

তিনি আরো বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবন অসহনীয় করেছে সরকার, এ সিদ্ধান্তের বিরুদ্ধে জেগে উঠবে জনগণ।

বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে 'মরার ওপর খাঁড়ার ঘা' হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদিকে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। কিছুদিন আগেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, পানির দাম বাড়ানো হয়েছে। এখন আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানো হলো। সাধারণ মানুষের জীবন দুঃসহ করে করে তুলেছে সরকার।

মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকার জনগণের বিপরীত অবস্থানে গিয়ে প্রতিপক্ষ হিসেবে গণশত্রুতে পরিণত হয়েছে। এমন দুর্নীতি করেছে যে, প্রত্যেকটি খাত, মন্ত্রণালয়, অধিদপ্তর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এখন আইএমএফের ঋণ পাওয়ার জন্য মরিয়া হয়ে তারা জনগণের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, দুই সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।