খালেদা জিয়ার দ্বিতীয় দিনের জামিন শুনানি চলছে

খালেদা জিয়ার দ্বিতীয় দিনের জামিন শুনানি চলছে

ঢাকা, ৯ মে (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিলের (লিভ টু আপিল) ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯ টার পর থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের চার বেঞ্চে শুনানি শুরু হয়েছে।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন এ জে মুহাম্মদ আলী।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪০ঘ.)