খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত আজ

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত আজ

ঢাকা, ১৫ মে (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত জানাবেন আপিল বিভাগ।

আজ এ সংক্রান্ত আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় তিন নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এর আগে জামিন বিষয়ে দুদক রাষ্ট্রপক্ষ এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি শেষে গত ৯ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় বেগম খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। পরে জামিন আবেদনের শুনানি করে ১২ মার্চ বেগম খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। তবে জামিন আবেদন স্থগিত চেয়ে ১৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। পরে আপিল বিভাগ হাইকোর্টের জামিন স্থগিত করেন।

(জাস্ট নিউজ/জেআর/১০০০ঘ.)