খালেদা জিয়ার মুক্তিতে প্রধান বাধা কেটে গেছে: আইনজীবী

খালেদা জিয়ার মুক্তিতে প্রধান বাধা কেটে গেছে: আইনজীবী

ঢাকা, ১৬ মে (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

কুমিল্লা, নড়াইল ও ঢাকার তিনটি মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হলেও আইনজীবীরা মনে করছেন তার মুক্তিতে প্রধান বাধা দূর হয়েছে। এখন অন্য মামলাগুলোতে সহজেই জামিন পাবেন খালেদা জিয়া।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, হাইকোর্টের জামিন আপিল বিভাগ বহাল রাখায় নিম্ন আদালতে অন্যান্য মামলায় জামিন পেতে আর বাধা হবে না। আইনী পথে তিনি মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

আরেক আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সরকার তো সব সময় বাধা দেয়। এখন তার বিরুদ্ধে অন্য যেসব মামলা আছে সেগুলোতে দ্রুত হাইকোর্ট থেকে জামিন নেয়ার চেষ্টা করবো। আইনি প্রক্রিয়ায় সব বাধা দূর করা হবে।

(জাস্ট নিউজ/এমআই/১২১৮ঘ.)