তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মওদুদ আহমদ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মওদুদ আহমদ

ঢাকা, ২৯ মে (জাস্ট নিউজ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, অন্য কোনো সরকারের কথা বলে লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে বাধ্য হবে সরকার।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, সব রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ করা ছাড়া আন্দোলনের জন্য রাস্তা নেমে কোনো লাভ হবে না। জাতীয় ঐক্য সৃষ্টি হলে গণআন্দোলন হবে দেশে। আর গণআন্দোলনের মুখে এ সরকার বাধ্য হবে সহায়ক সরকারের দাবি মানতে।

মওদুদ আহমদ আরো বলেন, আগামী নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। তার মুক্তি ছাড়া কোনো নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না।

(জাস্ট নিউজ/এমআই/১৫৫১ঘ.)