আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে : মওদুদ

আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে : মওদুদ

নোয়াখালী, ১১ জুন (জাস্ট নিউজ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন, নোয়াখালীতে তার বাড়ির চারপাশ ঘেরাও করে রেখেছে পুলিশ। এ ছাড়া হয়রানি করা হচ্ছে তার প্রতিবেশীদের।

সোমবার দুপুর ১টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরাহাট উপজেলার নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে এসব অভিযোগ করেন বিএনপির এই নেতা।

মওদুদ আহমেদ বলেন, 'আমি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু আজ আমাকে আমার নিজ এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ করতে দেওয়া হয় না। থানার ওসিরা আমার সহকারীদের ফোন করে নিষেধজ্ঞা জারি করে। আমার বাড়ির চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। এসব পুলিশরা আবার আমার প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছে।'

এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মওদুদ আহমেদ।

বিএনপির এই নেতা বলেন, 'বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দুই দিন পেরিয়ে গেলেও তাকে এখনও চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। তার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরী করছে।'

মওদুদ আহমেদ আরো বলেন, 'আওয়ামী লীগ সরকার দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায় না। কারণ তারা মনে করে এ সুযোগ যদি একবার জনগণকে দেওয়া হয় তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে।'

আজকের ইফতার মাহফিলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

(জাস্ট নিউজ/একে/২২০০ঘ.)