জিয়াউর রহমানের সমাধিতে যেতে সরকারের বাধা : মির্জা আলমগীর

জিয়াউর রহমানের সমাধিতে যেতে সরকারের বাধা : মির্জা আলমগীর

ঢাকা, ৭ নভেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিপিএ সম্মেলনের অজুহাতে সরকার ইচ্ছাকৃতভাবে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পনে বাধা দিচ্ছে সরকার। ওই জায়গাটা বাদ দিয়ে সম্মেলন করতে পারতো।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ১১ নভেম্বরের পরিবর্তনে ১২ নভেম্বর সমাবেশ করবো আমরা। আমরা আশা করছি, সরকার সমাবেশ করার জন্য সব রকম সহযোগিতা করবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, চেয়ারপারসনের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানালেও এবারই প্রথম জানাতে পারছি না। কারণ এবার সরকার সিপিএ সম্মেলনের কারণে সেখানে ১৪৪ ধারা জারি করেছে। সুতরাং আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করলো।

জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রচেষ্টায় আজ বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

(জাস্ট নিউজ/ওটি/১৫০১ঘ.)