রাজশাহীতে বিএনপির ৯ নেতা-কর্মী গ্রেফতার

রাজশাহীতে বিএনপির ৯ নেতা-কর্মী গ্রেফতার

রাজশাহী, ২০ জুন (জাস্ট নিউজ) : রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে বিএনপির নয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার বারেকের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার ৯ নেতা-কর্মী হলেন- জয়নাল আবেদিন, আবদুল জলিল মোল্লা, শহিদুল ইসলাম, মজিবর রহমান, লুৎফর রহমান, হাফিজুল ইসলাম, মনসুর রহমান, আবদুস সোবহান মোল্লা ও আবদুল মালেক। পুঠিয়ার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। তাদের মধ্যে জয়নাল আবেদিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জলিল মোল্লা জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং শহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক।

ওসি সাকিল আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বিএনপির এই নেতা-কর্মীরা বারেকের মোড়ের একটি চায়ের দোকানের পেছনে গোপন বৈঠকে বসেছিলেন। সেখানে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৪১০ঘ.)