‘শান্ত থেকে আন্দোলন বেগবান করার নির্দেশ খালেদা জিয়ার’

‘শান্ত থেকে আন্দোলন বেগবান করার নির্দেশ খালেদা জিয়ার’

ঢাকা, ২০ জুন (জাস্ট নিউজ) : শান্ত থেকে আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যায় কারান্তরীণ সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। কারাগার থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

এর আগে বিকাল ৫টায় পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে তার প্রবেশ করেন আহমেদ আজম খান। সবশেষ গত ১৮ জুন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এ জে মোহাম্মদ আলীসহ চার আইনজীবী।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। এর পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

(জাস্ট নিউজ/এমআই/২০০৭ঘ.)