সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি

ঢাকা, ২৪ জুন (জাস্ট নিউজ) : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে।

রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলের সদস্যরা বৈঠকে বসেছেন।

প্রতিনিধিদলের বাকি দুই সদস্য হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু।

আগামী মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার মধ্যরাতে এ ভোটের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ছয়জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম আর বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন হাসান উদ্দিন সরকার।

(জাস্ট নিউজ/একে/১৭৫০ঘ.)