গাজীপুর বিএনপি নেতা মিজানুর আটক

গাজীপুর বিএনপি নেতা মিজানুর আটক

ঢাকা, ২৬ জুন (জাস্ট নিউজ) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।

মাসুদুর রহমান জানান, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এর আগে সোমবার দিবাগত রাতে মিজানুর রহমানের বাসায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ করেছে পরিবার। পরিবারের সদস্যরা দরজার আইহোল (বাড়ির ভেতর থেকে বাইরে দেখার ছিদ্র) দিয়ে অস্পষ্ট একটি ভিডিও ধারণ করেন। যেটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিজানুর নিজেও রাত ২টার দিকে ফেসবুক লাইভে আসেন।

এদিকে, মিজানুর রহমানকে কারা নিয়ে গেছে, সে বিষয়টি নিয়ে তৈরি হয় ধূম্রজাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী বিষয়টি প্রথমে স্বীকার করেনি। অবশেষে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান।

মিজানুর রহমানকে আটকের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী স্বীকার না করায় উদ্বেগ প্রকাশ করে সকালে একটি বিবৃতিও দেয় বিএনপি।

(জাস্ট নিউজ/একে/১৯৩৫ঘ.)