ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ঢাকা, ২৯ জুন (জাস্ট নিউজ) : ঢাকায় সফররত যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসায় প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক।

সূত্র জানায়, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মামলা, খুলনা-গাজীপুরের নির্বাচন ও আসন্ন তিন সিটির নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে শুক্রবার ঢাকায় এসে দুপুরে যুক্তরাজ্য হাইকমিশনারের বাসায় এ সংবাদ সম্মেলনে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যেখানে সব দল ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এখানকার নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। তিনি মনে করেন, নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে।

(জাস্ট নিউজ/একে/২৩২৪ঘ.)