খালেদা জিয়ার আপিলের শুনানি মুলতবি

খালেদা জিয়ার আপিলের শুনানি মুলতবি

ঢাকা, ৮ জুলাই (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিল শুনানি পিছিয়ে আগামী ৯ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বেগম খালেদা জিয়ার আাইনজীবীদের সময় আবেদন নিস্পত্তি করে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এদিন ঠিক করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। বেগম খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গত ৩ জুলাই উভয়পক্ষের করা আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। কই সঙ্গে অপর দুই আসামি ১০ বছরের দণ্ডপ্রাপ্ত মাগুরার প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিনের আপিল শুনানির জন্যও ওই দিন ধার্য করা হয়।

আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে এ আপিল নিষ্পত্তি করতে উচ্চতর আদালতের আদেশ রয়েছে।

এ মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন বহাল রেখে আপিল বিভাগ ১৬ মে রায় দেন। রায়ে ৩১ জুলাইয়ের মধ্যে পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে করা খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে বলেছেন।

গত ৮ ফেব্রুয়ারি মামলাটিতে বেগম খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয়। এর পর থেকে বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন।

(জাস্ট নিউজ/এমআই/১৪০০ঘ.)