বছরে ১ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে: মান্না

বছরে ১ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে: মান্না

ঢাকা, ১৭ জুলাই (জাস্ট নিউজ) : বাংলাদেশ থেকে এখন বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে, ‘ক্যম্পোইন এগেইনস্ট স্টেট কোরাপশন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে সমাজের মুষ্টিমেয় কিছু মানুষের কাছে চলে যাওয়া টাকা শেষ পর্যন্ত দেশে না থেকে পাচার হয়ে যায়।

গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে ২০০৫ থেকে ২০১৪ এই দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কমপক্ষে ৬ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ২০১৪ সালে হয়েছিল ৭৩ হাজার কোটি টাকা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের নিরিখে ২০১৪ সালকে ভিত্তি ধরে এটা যৌক্তিকভাবে অনুমান করাই যায়। পাচারের অংকটি এখন বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/১৬২৬ঘ.)