ভারসাম্যের ভিত্তিতে সরকার গঠনে কাজ করছে যুক্তফ্রন্ট: মান্না

ভারসাম্যের ভিত্তিতে সরকার গঠনে কাজ করছে যুক্তফ্রন্ট: মান্না

ঢাকা, ২০ জুলাই (জাস্ট নিউজ) : নাগরিক ঐক্যের আহবায়ক ও যুক্তফ্রন্টের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভারসাম্যের ভিত্তিতে সরকার গঠনে কাজ করছে যুক্তফ্রন্ট, কোনো ব্যক্তি বা পরিবারকে ক্ষমতায় বসাতে নয়।

শুক্রবার সকালে মান্না তার গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। বিকল্পধারার মূখপাত্র মাহি বি চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না বলেন, জামায়াত নির্বাচনী প্রক্রিয়ায় আসতে পারবে না কারণ তাদের নিবন্ধনই নাই। জামায়াত হয়তো বিএনপি থেকে দশটা আসন পাবে, আবার আওয়ামীলীগ থেকেও আসন পেতে পারে। কারণ আওয়ামীলীগে অনুপ্রবেশকারীর অভাব নেই।

কিন্তু তারা তো দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে আসতে পারবেনা। রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে জামায়াত নাই। এজন্য এখনই জামায়াত জামায়াত করে ঐক্য বাধাগ্রস্ত করতে চাইনা। ক্ষমতার ভারসাম্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়তে চান বলে জানান সাবেক আওয়ামী লীগ নেতা মান্না।

মান্না বলেন, আমরা জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছি না। একই সঙ্গে ২০ দলীয় জোটের সঙ্গেও সুনির্দিষ্টভাবে জোটে যেতে চাচ্ছি না। আগামী নির্বাচনে দেশ বাঁচাতে নৌকা থেকে বিরত থাকায় হবে আমাদের নির্বাচনী ক্যাম্পেইন। আমরা আলাদা একটা জাতীয় ঐক্য করতে করতে চাই। সেখানে সরকার বাদে যে কোন দল আসতে পারে। এমনকি বিএনপিও আসতে পারবে।

তিনি বলেন, বিএনপি মনে করছে তারা সরকারের সঙ্গে একা একা পারবে না, তাই ঐক্য চাইছে। আমরাও মনে করছি একা একা পারব না তাই জাতীয় ঐক্য চাই। তবে কোন ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য জোট করলে সেটা গণতন্ত্র হবে না। তিনি আরো বলেন, আমরা বলি নাই আমাদের প্রধানমন্ত্রী দিতে হবে বা কোন মন্ত্রিত্ব দিতে হবে। একইভাবে বলি মালেশিয়ায় যদি ১৫ জন সংসদ সদস্য নিয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমরা তো ৫০ আসনও পেতে পারি। এ বিষয়টি বড় দলগুলোর মনে রাখতে হবে। মান্না বলেন, আমরা কোন সুনির্দিষ্ট একটি জোট গড়ে তুলতে চাইনা। আমরা দেশ বাঁচাতে নৌকা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি সবাইকে।

(জাস্ট নিউজ/জেআর/১২৩০ঘ.)