ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থী বাবলার

ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থী বাবলার

রংপুর, ২১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তিনি।

বাবলা বলেন, এটা প্রহসনের নির্বাচন। আমরা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। জীবনের ঝুঁকির কারণে অনেক মানুষই ভোট দিতে যায়নি।

বাবলা বলেন, নির্বাচনে অনেক ভোটকেন্দ্রেই ব্যাপক অনিয়ম হয়েছে, ব্যাপক কারচুপি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৬৩টি কেন্দ্রে একযোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।

বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য পাওয়ার পর পুলিশ কমিউনিটি হলে বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হচ্ছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ফল ঘোষণা করছেন।

রাত ১১টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে মোস্তফা লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ২৪ হাজার ২০৬ ভোট।

ঘোষিত ফল অনুযায়ী, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৪৫ হাজার ৫৮৩ ভোট। বিএনপির প্রার্থী (ধানের শীষ) কাওসার জামান পেয়েছেন ২৩ হাজার ২৪৬ ভোট।

(জাস্ট নিউজ/একে/২৩৩০ঘ.)