বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর প্রশ্ন এড়িয়ে গেলেন নৌমন্ত্রী

বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর প্রশ্ন এড়িয়ে গেলেন নৌমন্ত্রী

ঢাকা, ২৯ জুলাই (জাস্ট নিউজ) : রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী ও হানিফ পরিবহনের বাসের স্টাফদের হাতে অপর শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি পাবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। রবিবার সচিবালয়ে মংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন ক্রয়-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে, আজ দুপুরে রাজধানীর কুর্মিটোলায় সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর একটি বাস উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী মৃত্যু হয়। আহত হয় আরো কয়েকজন।

বলা হচ্ছে, আপনার (নৌমন্ত্রী) প্রশ্রয়ে দিন দিন চালকরা বেপরোয়া হয়ে উঠেছেন- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড? আমি শুধু এইটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে, সে সেভাবেই শাস্তি পাবে।’

কিছুদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে হানিফ এন্টারপ্রাইজের বাসের স্টাফদের হাতে নিহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান (পায়েল)। পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতা হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘শুধু এইটুকু বলি, যে অপরাধ করবে, তাকে শাস্তি পেতে হবে।’

তিনি আরো বলেন, ‘গতকাল আপনারা লক্ষ্য করেছেন ভারতের মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছেন। এখন সেখানে কী... আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে বলে। আমি মনে করি এ বিষয়ে যদি আপনারা আলোচনা করতে চান, এটা নিয়ে পরে আলোচনা হবে।’

চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকরা দুর্ঘটনার বিষয় নিয়ে কথা বলতে চাইলে, মন্ত্রী কথা না বলেই চলে যান।

(জাস্ট নিউজ/একে/২১৪১ঘ.)