বিএনপির জরুরি বৈঠক অনুষ্ঠিত, মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন

বিএনপির জরুরি বৈঠক অনুষ্ঠিত, মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন

ঢাকা, ৩০ জুলাই (জাস্ট নিউজ) : তিন সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী দলীয় করণীয় ঠিক করতে জরুরি বৈঠক শেষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার রাত ৮টা ৫ মিনিটের সময় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ৯টা ১০ মিনিটে।

আগামীকাল মঙ্গলবার সকালে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আজকের বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যম জানানো হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

জানা গেছে, তিন সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়মের আগামী দিনে বিএনপির করণীয় ঠিক করতেই এই বৈঠক করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জামিনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

(জাস্ট নিউজ/একে/২১৩৬ঘ.)