আরিফের জয় নিশ্চিত, ঠেকানো সম্ভব নয়!

আরিফের জয় নিশ্চিত, ঠেকানো সম্ভব নয়!

ঢাকা, ৩১ জুলাই (জাস্ট নিউজ) : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র পদে বিপুলভাবে এগিয়ে আছেন। সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সিসিকের ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

তিনি জানান, নির্বাচনে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তাদের ভোটের ব্যবধান ৪ হাজার ৬২৬।

আলীমুজ্জামান আরো জানান, সিসিকের মোট ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টিতে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে, বাকি দুই কেন্দ্র স্থগিত করা হয়। স্থগিতকৃত ওই দুই ভোটকেন্দ্রে ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৭।

স্থগিতকৃত ওই দুই কেন্দ্রে নির্বাচন হলে কামরান যদি সকল ভোট পান, তবে তিনি আরিফের চেয়ে ১৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন। আর যদি আরিফ স্থগিতকৃত ওই দুই কেন্দ্র থেকে আরও ১৬২ ভোট পেয়ে যান, তবে তিনিই বিজয়ী হবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ফলে আরিফের জয় নিশ্চিতই বলছেন নির্বাচক বিশ্লেষকদের বেশির ভাগ সদস্য।

নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের ১০ হাজার ৯৫৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান ২ হাজার ১৯৫ ভোট, সিপিবি-বাসদের প্রার্থী আবু জাফর ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ২৯২ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ৫৮২ ভোট পেয়েছেন।

সোমবার নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলে ভোটগ্রহণ। অসংখ্য কেন্দ্রে পাওয়া যায় অনিয়মের খবর। অনেক স্থানে সংঘাত সংঘর্ষ হয়। আহত হয়েছেন অর্ধশত। হাজার হাজার জাল ভোট প্রদান করা হয়। সিলেটের ইতিহাসে যা ছিলো নজিরবিহীন। ভোট গ্রহণ চলাকালে সংবাদ সম্মেলন করে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন আরিফুল হক।

(জাস্ট নিউজ/জেআর/১২১০ঘ)