কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব ৪ মাস পর গ্রেপ্তার

কল্যাণ পার্টির ‘নিখোঁজ’ মহাসচিব ৪ মাস পর গ্রেপ্তার

ঢাকা, ২৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে। রাজধানীর গুলশান থানার একটি মামলায় গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মহানগর (উত্তর) ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজাহান সাজু আজ শনিবার এসব তথ্য দিয়েছেন।

সাজাহান সাজুর ভাষ্য, আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ চার মাস আত্মগোপনে ছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরে আমিনুর রহমানকে আদালতে তোলা হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

এর আগে গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে বাসার দিকে যাওয়ার পথে নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। এর পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সেই সময় নিখোঁজ উল্লেখ করে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

(জাস্ট নিউজ/জেআর/১০১৫ঘ.)