স্বামীসহ বিএনপি নেতা মাহমুদা হাবিবাকে তুলে নেয়ার অভিযোগ

স্বামীসহ বিএনপি নেতা মাহমুদা হাবিবাকে তুলে নেয়ার অভিযোগ

ঢাকা, ১১ আগস্ট (জাস্ট নিউজ) : বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিবার।

শনিবার দুপুরে মাহমুদা হাবিবার ছোটভাই আসিফ আবদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আসিফ আবদুল্লাহ জানান, শুক্রবার সকাল ৯টার দিকে সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তার বোন মাহমুদা হাবিবা ও তার ভগ্নিপতি কামাল আহমেদ। দুপুর দেড়টা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে আমরা জানতে পারি, মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে র‌্যাব-৪ এ আটক রাখা হয়েছে। যদিও ঘটনাস্থলে গেলে আমাদের কাছে তারা স্বীকার করেনি। এরপর আমার বড় ভাই উত্তরা থানায় জিডি করতে গেলেও জিডি নেওয়া হয়নি।

আসিফ আরো জানান, তার বোন রাজনীতিতে যুক্ত থাকলেও ভগ্নিপতি কামাল আহমেদ রাজনীতি করেন না। তিনি গার্মেন্টস ব্যবসায়ী।

এ বিষয়ে র‌্যাব ৪ এর অপারেশন্স অফিসার এএসপি সাজিদুল ইসলাম বলেন, আটকের বিষয়ে আমি এখনও কিছু জানি না।

উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই সুজন জানান, এমন নামের কেউ আমাদের কাছে আটক বা গ্রেফতার নেই।

(জাস্ট নিউজ/এমআই/১৭০০ঘ.)