রাজু হত্যাকাণ্ডে 'ষড়যন্ত্র' দেখছেন মেয়র আরিফ

রাজু হত্যাকাণ্ডে 'ষড়যন্ত্র' দেখছেন মেয়র আরিফ

সিলেট, ১২ আগস্ট (জাস্ট নিউজ) : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যাকাণ্ডে ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

কান্নাজড়িত কণ্ঠে বিএনপির এই কেন্দ্রীয় নির্বাহী সদস্য বলেন, ‘রাজু আমার জন্য নির্বাচনে কাজ করেছে। শনিবার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আমি যখন বাসায় ফিরি, তখন সে আমার গাড়ির পাশে পাশে ছিল।’

‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত দিয়ে আরিফ বলেন, ‘যারা আমার নির্বাচনকে সহ্য করতে পারেনি, তারাই প্রশ্নবিদ্ধ করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

এই হত্যার সাথে যে-ই জড়িত থাকুক, তাকে শাস্তির আওতায় আনার দাবি জানান টানা দ্বিতীয় মেয়াদের মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় হামলায় নিহত হন ফয়জুল হক রাজু। আহত হন আরও দুই ছাত্রদল নেতা। রবিবার বিকালে রাজুর মরদেহ গ্রামের বাড়ি মৌলভীবাজারে নিয়ে দাফন করা হয়।

(জাস্ট নিউজ/একে/২৩৫৯ঘ.)