দাস বানানোর চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে শিক্ষা দেবে : ড. কামাল

দাস বানানোর চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে শিক্ষা দেবে : ড. কামাল

ঢাকা, ১৪ আগস্ট (জাস্ট নিউজ) : গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল বলেছেন, এই দেশে কেউ কাউকে দাস বানিয়ে রাখতে পারবে না। কেউ চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে শিক্ষা দেবে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

ঢাকা মহানগর গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, সাবেক ডাকসু ভিপি ও আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

(জাস্ট নিউজ/একে/২১৩০ঘ.)