খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি

খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি

ঢাকা, ২৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন ও সাকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করা হয়েছে। আগামীকাল বুধবার আবার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা ২৫ মিনিটে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হওয়া যুক্তিতর্ক টানা প্রায় পৌনে দু’ঘণ্টা চলার পর বেলা ১টা ২০ মিনিটে এক ঘণ্টার বিরতি দেয়া হয়। বেলা আড়াইটায় ফের শুরু হয়ে পৌনে চারটার দিকে যুক্তিতর্ক মুলতবি করা হয়।

যুক্তিতর্কে বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান প্রথমেই দুদকের ১৩তম সাক্ষীর সাক্ষ্য খণ্ডানোর যুক্তি তুলে ধরেন। এ সময় তিনি সোনালী ব্যাংকের কোনো ডকুমেন্ট আদালতে প্রদর্শিত হয়নি জানিয়ে কোনো সাক্ষী মূল ডকুমেন্টগুলো দেখেছেন এমন কোনো সাক্ষ্য দেয়নি মর্মে আদালতকে অবহিত করেন।

(জাস্ট নিউজ/ওটি/১৬৩৬ঘ.)