বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা, ব্যাপক শোডাউনের প্রস্তুতি

বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা, ব্যাপক শোডাউনের প্রস্তুতি

ঢাকা, ১ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে আজ শনিবার। এ উপলক্ষে বিকালে নয়াপল্টনে জনসভা করবে বিএনপি। ইতোমধ্যে ডিএমপির লিখিত অনুমতি পেয়ে জনসভার প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে অথবা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জানিয়েছিল। এ বিষয়ে ২৯ আগস্ট বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। তখন পুলিশ কমিশনার প্রতিনিধি দলকে মৌখিকভাবে নয়াপল্টনে জনসভা করার অনুমতি দেন। পরবর্তীতে বিএনপিকে ডিএমপির পক্ষ থেকে লিখিত অনুমতি দেয়া হয়।

এই জনসভাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিএনপিতে সাজ সাজ রব বিরাজ করছে। জনসভায় ব্যাপক লোক সমাগমের টার্গেট নিয়েছে দলটি। আজকের এই জনসভা থেকে আসতে পারে পরবর্তী আন্দোলনের বৃহত্তর কর্মসূচিও।

(জাস্ট নিউজ/এমআই/০৯৫৫ঘ.)