নয়াপল্টনে জনসভার মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে জনসভার মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

ঢাকা, ১ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ প্রস্তুত। এরই মধ্যে জনসভা সফল করতে আসতে শুরু করেছেন দলের হাজার হাজার নেতাকর্মীরা।

শনিবার দুপুর ২টায় জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ইতিমধ্যে পল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে।

আজকের জনসভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়াপারসন কারাগারে থাকায় এতে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে অথবা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জানিয়েছিল। এ বিষয়ে ২৯ আগস্ট বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। তখন পুলিশ কমিশনার প্রতিনিধি দলকে মৌখিকভাবে নয়াপল্টনে জনসভা করার অনুমতি দেন বলে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে জানান। দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে।

গত মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৩১৮ঘ.)