অসুস্থতায় দাঁড়াতে পারেননি, হুইল চেয়ারে পুরো সময় কাঁপছিলেন খালেদা জিয়া

অসুস্থতায় দাঁড়াতে পারেননি, হুইল চেয়ারে পুরো সময় কাঁপছিলেন খালেদা জিয়া

ঢাকা, ৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : পুরাতন কেন্দ্রীয় কারাগারে বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ চলাকালে আদালতে পুরোটা সময়ই অসুস্থতার কারণে কাঁপছিলেন বেগম খালেদা জিয়া। তার বসার জন্য আদালত কক্ষে একটি চেয়ার সংরক্ষিত থাকলেও তিনি সেখানে বসতে পারেননি। তিনি তখন উঠে দাঁড়াতেও পারছিলেন না। এসময় তাকে বিমর্ষ দেখা যাচ্ছিল।

দুপুর সোয়া ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে করে আদালত কক্ষে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙ্গের শাড়ি। শাড়ির ওপরে একটি চাদর ছিল পরনে। ১২ টা ২০ মিনিটে এজলাসে আসেন বিচারক ড. আক্তারুজ্জামান। এসময় দুদকের আইনজীবী মামলার শুনানি শুরু করেন। যদিও বেগম খালেদা জিয়ার কোন আইনজীবী এসময় উপস্থিত ছিলেননা।

পরে ১২ টা ৪০ এর দিকে মামলার শুনানি শেষ হলে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর খালেদা জিয়াকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৫৪০ঘ)