অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রাজনৈতিক কালিমালিপ্ত: আইনজীবী

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রাজনৈতিক কালিমালিপ্ত: আইনজীবী

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রাজনৈতিক কালিমালিপ্ত বলে যুক্তি উপস্থাপনের সময় আদালতকে বলেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার এ মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব আদালতকে বলেন, জিয়া অরফানেজের টাকা তছরুপ হওয়ার কোনো তথ্যপ্রমাণ নেই। জিয়া অরফানেজের টাকা কুয়েতের আমির পাঠিয়েছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান সেই টাকা এনেছিলেন। ওই টাকা জিয়া মেমোরিয়াল ট্রাস্টে গিয়েছিল। অথচ সেখানে কোনো মামলা হয়নি।

শুনানির সময় বেগম খালেদা জিয়ার আইনজীবী বলেন, এ মামলায় রাজনৈতিক গন্ধ আছে। মামলা রাজনৈতিক কালিমালিপ্ত।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৩৭ মিনিটে খালেদা জিয়ার উপস্থিতিতে যুক্তিতর্ক শুরু হয়।

মাহবুব ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদ, সানাউল্লাহ মিয়াসহ খালেদা জিয়ার অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে দুর্নীতির এ মামলায় যুক্তিতর্কে অংশ নিতে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন।

(জাস্ট নিউজ/ওটি/১৫২০ঘ.)